কেউ কেউ বলছেন, দুজনের প্রতিযোগিতা শেষ হবার নয়!গতকাল বাবা দিবসে অপু বিশ্বাস একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা গেছে, ছেলে আব্রাহাম খান জয় শাকিব খানের কোলে বসে হারমোনিয়াম বাজিয়ে বাবাকে গান শোনাচ্ছেন। মুগ্ধ হয়ে ছেলের গান শুনছেন শাকিব। সেই ভিডিওটি পোস্ট করে অপু বিশ্বাস লিখেছেন, ‘বাবা শব্দটা উচ্চারিত হয় অনেক পবিত্রতা আর ভালোবাসা থেকে।বাবা-ছেলে সম্পর্কে কারো নজর না লাগুক।’অপু বিশ্বাসের পোস্টের ২১ মিনিট পরেই সন্তান ও শাকিব খানসহ ছবি পোস্ট দেন বুবলী। চিত্রনায়িকা শবনম বুবলীর পোস্টে দেখা যায়, শাকিব খানের বেডরুমে বসে কার্টুন দেখছে ছেলে শেহজাদ খান বীর। শাকিবের চোখে ঘুম থাকলেও বাবা-ছেলে খুনসুটিতে মেতে ওঠেন।বাবা–ছেলের এই ভিডিওটি পোস্ট করে এই নায়িকা স্ট্যাটাসে লিখেছেন, ‘যেমন বাবা তেমন ছেলে। একজন বাবার ভালোবাসা সব সময় ছেলের হৃদয়ে অঙ্কিত থাকে। বাবা দিবসের শুভেচ্ছা।’সন্তানদের সঙ্গে শাকিব খানের এই হৃদয়স্পর্শী মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। কেউ একে পারিবারিক ভালোবাসার চমৎকার উদাহরণ বলে প্রশংসা করছেন, কেউ বা দেখছেন ব্যক্তিগত সম্পর্কের প্রতিযোগিতার দৃষ্টিকোণ থেকে।নেটিজেনরা বিদ্রুপ করতে থেমে নেই। অপু ও বুবলী দুজনের পোস্টেই দেখা গেছে অনেক মন্তব্য। কেউ যেমন বলছেন, ‘অপু পোস্ট করলে একটু পর বুবলী করবে।’ কেউ বলছেন, ‘শুরু হয়ে গেল আরেক যুদ্ধের।’ কেউ মন্তব্য করেছেন, ‘একজন এসেছে। এবার আরেকজনের পালা।’