অভিযুক্ত আইনজীবী হলেন ফরহাদ উদ্দিন ও কম্পিউটার অপারেটর হলেন সুমন দে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. আজহারুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘বিচারকের সিলমোহর বানানোর পর জাল স্বাক্ষর করে ভুয়া হলফনামা তৈরির মামলায় দুই আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়।আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’জানা গেছে, চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও বিচারকের নাম ব্যবহার করে জাল সিল ও স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া হলফনামা তৈরির অভিযোগে গত ১৮ মার্চ কোতোয়ালি থানায় একটি মামলা হয়। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি করেন। ওই মামলায় রোজী আক্তার নামের এক নারীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করা হয়।