রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় স্তব্ধ হয়ে গেছে পুরো দেশ। দেশের গণমাধ্যমগুলোর পাশাপাশি বৈশ্বিক গণমাধ্যমগুলোও এ ঘটনার সংবাদ গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে।
সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে ঘটনাটির বিস্তারিত প্রকাশ করেছে। সামরিক বাহিনীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ঢাকায় সোমবার একটি কলেজ ও স্কুল ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে কমপক্ষে ১৯ জন নিহত ও ১৬৪ জন আহত হয়েছে।লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরীর বরাত দিয়ে সেখানে বলা হয়েছে, নিয়মিত প্রশিক্ষণ মিশনের অংশ হিসেবে ঢাকার কুর্মিটোলায় অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি থেকে দুপুর ১টা ৬ মিনিটে এফ-৭ বিজিআই জেটটি উড্ডয়ন করে, কিন্তু যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। এ ছাড়া স্কুলের শিক্ষক মাসুদ তারিকের উদ্ধৃতি দিয়ে সেখানে ঘটনার বর্ণনাও জানানো হয়েছে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে সশস্ত্র বাহিনীর বিবৃতির বরাত দিয়ে বলেছে, যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমানটিকে কম জনবহুল এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। প্রতিবেদনটিতে প্রধান উপদেষ্টার গভীর দুঃখ প্রকাশ ও মঙ্গলবারের রাষ্ট্রীয় শোক ঘোষণার কথাও বলা হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর বহরে থাকা চীনের তৈরি একটি এফ-৭ যুদ্ধবিমান প্রশিক্ষণ মহড়া চলাকালীন বিধ্বস্ত হয়েছে। ঢাকার মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে বিমানটি বিধ্বস্ত হওয়ায় শিক্ষার্থীসহ অনেকে হতাহত হয়েছে।সংযুক্ত আরব আমিরাতের দৈনিক গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৯ জন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছে। মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার তাদের প্রতিবেদনে বলেছে, বাংলাদেশে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।ঢাকার একটি কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়।এ ছাড়া মার্কিন সংবাদমাধ্যম সিএনএন, নিউজ উইক, ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে এক্সপ্রেস, ভারতীয় গণমাধ্যম এনডিটিভি, দ্য হিন্দুস্তান টাইমসসহ বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে বাংলাদেশের এ বিমান বিধ্বস্তের খবর গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে।