আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে প্রশাসনিক কমিটি গঠন করছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় জিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভায় এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন জিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জাহিদুল হাসান।
সভায় সভাপতি বিশ্ব ইজতেমার সুষ্ঠু ও সফল আয়োজন নিশ্চিত করার লক্ষ্যে কমিটি গঠন ও এ সংক্রান্ত কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।