রাজধানী ঢাকাসহ সারা দেশে উৎসবের আমেজে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। জাতি-ধর্ম, বর্ণ-নির্বিশেষে সব শ্রেণি পেশার-মানুষ একাকার হয়ে বরণ করে নিচ্ছে ১৪৩২ বাংলা বছরকে। এ বছর প্রথমবারের মতো পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে বিপুল মানুষের অংশগ্রহণে রাজধানীতে বৈচিত্র্যময় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ এপ্রিল) ভোরের আলো ফুটতেই রাজধানীর রমনা বটমূলে দুঃখ-বেদনা, গ্লানি আর অসুন্দরকে ভুলে মুক্তির জয়গানে বেজে ওঠে বর্ষবরণের সুর—‘এসো হে বৈশাখ, এসো এসো…’।নারী-পুরুষ, শিশু-কিশোর রংবেরঙের পোশাকে সজ্জিত হয়ে মেতে ওঠে বর্ষবরণের আনন্দে। যেন জেগে উঠেছে বাংলাদেশ। এ এক নতুন বাংলাদেশ। দিনটিকে স্বাগত জানাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, তিন পার্বত্য জেলা এবং অন্যান্য নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক দল রাজধানীতে শোভাযাত্রা বের করে।