ঢাকাই সিনেমার নায়িকা পরীমণির বলে বেশকিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্টচেক করে দেখা গেছে, ছবিগুলো পরীমণির নয়।
রিউমর স্ক্যানার বাংলাদেশ জানায়, পরীমণির ছবি হিসেবে ভাইরাল ছবিগুলো তার নয়। ইন্টারনেট থেকে ভিন্ন এক নারীর ছবি সংগ্রহ করে সেখানে প্রযুক্তির সাহায্যে পরীমণির মুখ প্রতিস্থাপন করা হয়েছে।
অনুসন্ধানের স্বার্থে রিউমর স্ক্যানার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং এআই প্রযুক্তি ব্যবহার করে ‘আকাশ জলি’ নামক ফেসবুক অ্যাকাউন্টে পাওয়া ছবিগুলোর ওপর নায়িকা পরীমণির মুখমণ্ডল প্রতিস্থাপনের চেষ্টা করে, যেখানে ছড়িয়ে পড়া ছবিগুলোর মতোই ফল পাওয়া যায়।