বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের দরবার হলে সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ হাফিজুল্লাহ হীরা।অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিয়া রাসেল, তৌহিদুর রহমান তাজ এবং টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ প্রমুখ।জানা যায়, সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। ৭৩ জন ভোটারের মধ্যে প্রায় ৯০ শতাংশ ভোট কাস্টিং হয়।সভাপতি পদে সাগর আহমেদ নাইম ২৯ ভোট পেয়ে বিজয়ী হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রবিউল হাসান তানভি পান ১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে সাজিদ ইসলাম দিপু পান ৪৬ ভোট পেয়ে বিজয়ী হন। উদয় তালুকদার ১২ ভোট এবং আব্দুল হাদী পান ৮ ভোট। সম্মেলনে বিভিন্ন অনুষদ ও বিভাগের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন। সেইসঙ্গে ছাত্রদের অধিকার আদায়ে সর্বোচ্চ ভূমিকা পালন করার আশ্বাস দেন।