ময়মনসিংহের ফুলপুরে মহাসড়কের রাস্তায় ট্রাক উল্টে খাদে পড়ে ঘটনাস্থলেই এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। আজ সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার ছনধরা ইউনিয়নের বাশাটি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিক্ষকের নাম মনিরুজ্জামান চঞ্চল (৪৫)। তিনি বাঘেধরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।ছনধরা ইউনিয়নের বাশাটি গ্রামের হযরত আলীর ছেলে তিনি।স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার সকালে শিক্ষক মনিরুজ্জামান চঞ্চল বাশাটি বাজারে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। চঞ্চল সেই ট্রাকের পাশ দিয়ে যাওয়ার সময় ট্রাকটি উল্টে তার ওপর পড়ে। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান।দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।ফুলপুর থানার ওসি আব্দুল হাদি বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে। নিহত শিক্ষকের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে।ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।’