ভারত পাকিস্তানের ছয়টি স্থানের ২৪ স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি করেছেন দেশটির সেনা মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর শারকিয়া, মুরদিক, শিয়ালকোট এবং শকরগড় ও পাকিস্তান শাসিত কাশ্মীরের কোটলি ও মুজফ্ফরাবাদে এইসব হামলা হয়েছে। এদিকে পাকিস্তানের মসজিদেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের মুজাফ্ফরাবাদে বিলাল মসজিদের হামলা চালিয়েছে ভারত।হামলায় মসজিদটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে এর মিনার। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ তথ্য নিশ্চিত করেছেন। মুজাফ্ফরাবাদের ডেপুটি কমিশনার মুদাচ্ছের ফারুক জানিয়েছেন, মসজিদটিতে হামলায় একজন নিহত হয়েছেন।জিও নিউজের খবরে বলা হয়, সবচেয়ে বড় হামলাটি হয়েছে পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুরের আহমেদপুর শারকিয়ায়। সেখানে একটি মসজিদের আঙিনায় ক্ষেপণাস্ত্র আঘাত হানলে পাঁচজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একটি তিন বছরের শিশুও রয়েছে।এদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ আরো জানিয়েছে, কোটলিতে মসজিদ-ই-আব্বাস নামে একটি মসজিদকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী। ওই হামলায় ১৬ বছর বয়সী এক কিশোরী এবং ১৮ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন।