ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রিয়াজ হোসেন (২২) নামের এক বাংলাদেশি যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শুক্রবার (২ মে) ভোররাতে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা কুসুমপুরে এ ঘটনা ঘটে।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহত মহেশপুরের পেপুলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত দিল্লি, ৪ জনের মৃত্যু স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাতে কুসুমপুর সীমান্ত দিয়ে রিয়াজসহ সাত থেকে আটজনের একটি দল ভারতে প্রবেশের চেষ্টা করছিল। সে সময় বিএসএফ তাদের ওপর অতর্কিতভাবে গুলিবর্ষণ করে। এতে অন্যরা পালিয়ে গেলেও রিয়াজ হোসেন গুলিবিদ্ধ হন।সূত্র জানায়, স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়।সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।