শিক্ষার্থীদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আগামী তিন মাস মনোসামাজিক কাউন্সেলিং চলবে। মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল আলম বলেন, ‘আজ থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে। প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের ক্লাসগুলো পরবর্তী সময়ে ধাপে ধাপে চালু করা হবে। তবে ক্লাস করতে কাউকে জোর করা হয়নি।অভিভাবকদের মতামতের ভিত্তিতেই শিক্ষার্থীদের ক্লাসে ফেরানো হচ্ছে।’ উল্লেখ্য, গত ২১ জুলাই মাইলস্টোনে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ তিন দফায় ছুটি ঘোষণা করে।সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী কলেজটি ২ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল।