সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে জয়ের উচ্ছ্বাসেও হাসি নেই বাংলাদেশের মুখে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছে অন্তত ২৭ জন, আহত আরো অনেকে।
বসুন্ধরা কিংস অ্যারেনায় সোমবার নেপালের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে ৪-০ গোলের জয়ে রাউন্ড রবিন লিগ শেষ করেছে বাংলাদেশ। চারটি গোলই এসেছে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাগরিকার পা থেকে।টানা ছয় জয়—টুর্নামেন্টে শতভাগ সাফল্য। তবে এসব সাফল্যও যেন হালকা হয়ে গেছে ভয়াবহ দুর্ঘটনার খবরের কাছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ পিটার জেমস বাটলার শিরোপা জয় নিয়ে কোনো আলাদা উচ্ছ্বাস না দেখিয়ে বরং শোকাহত কণ্ঠেই কথা বলেন, ‘আজকের ভয়াবহ দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমি গভীর শোক জানাচ্ছি। যারা আহত হয়েছে, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।এই সময়টা কোনোভাবেই উদযাপনের নয়।’বাটলার আরো বলেন, ‘কেউ তার শিশুকে হারিয়েছে, কেউ তার ভাই-বোন বা স্বজনকে। এই ক্ষতি অপূরণীয়। আমাদের জয় হয়তো কিছু মানুষকে কিছুটা সময়ের জন্য হাসি দেবে, কিন্তু এই শোকের সামনে সেটিও তুচ্ছ।