মাগুরার সেই শিশু আছিয়াকে নিয়ে বাপ্পার গান ‘মাগুরার ফুল’
Asad zaman
/ ২৫
ভিউ:
হালনাগাদ:
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
শেয়ার করুন:
যৌন নির্যাতনের শিকার হয়ে আট বছর বয়সী আছিয়ার মৃত্যু ঘটেছে কিছুদিন আগে। মাগুরার এই শিশুর মৃত্যু নাড়িয়ে দিয়েছিল জাতির বিবেক। সেই আছিয়াকে নিয়ে গাইলেন বাপ্পা মজুমদার। এতে বাপ্পা মজুমদারের সঙ্গে কণ্ঠ দিয়েছেন একঝাঁক তরুণ শিল্পী।
তারা হলেন— মৌটুসী খান, মৌলি মজুমদার ও মৌমিতা বড়ুয়া।‘মাগুরার ফুল’ শিরোনামে গানটির কথা লিখেছেন ও সুর করেছেন কবি ও গীতিকার মাহবুবুল খালিদ। গানে শিশু আছিয়ার স্বপ্ন, অপূর্ণতা এবং নির্মম পরিণতি তুলে ধরা হয়েছে ব্যথাতুর আবেগে। গানটি শুরু হয়েছে এই করুণ পঙক্তিতে— “মাগুরার ফুল, ছোট্ট মুকুল, ঝরে গেলো ফুটে ওঠার আগেই… ডাক্তার হবার স্বপ্নটা তার, নিভে গেলো পিশাচের এক ছোবলেই।
গানটির বিষয়ে বাপ্পা মজুমদার বলেন, “মাগুরার ছোট্ট শিশু আছিয়ার মৃত্যুর ঘটনা আমাদের সবাইকে ব্যথিত করেছে। এ রকম নাড়া দেওয়া ঘটনা কিছুদিন পর ভুলে যাই আমরা, আর ছাড় পেয়ে যায় পিশাচেরা। মাহবুবুল খালিদ এই ঘটনাটিকে গানে যেভাবে ফুটিয়ে তুলেছেন, তা আমাদের বিবেককে বারবার নাড়া দেবে। এতে কণ্ঠ দিতে পেরে আমি গর্বিত ও আবেগাপ্লুত।
গানটির সংগীতায়োজনে ছিলেন শেখ পুলক ও রোমান রহমান। অডিওর সব কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে তৈরি হচ্ছে একটি মিউজিক ভিডিও, যা শিগগিরই প্রকাশিত হবে।