ওয়ানডে বিশ্বকাপে যাওয়ার আগে নিজেরা দুই ভাগে ভাগ হয়ে ও ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল মিলিয়ে তিন দলের সিরিজ খেলছে বাংলাদেশ নারী দল। ওমেন্স চ্যালেঞ্জ কাপ নামের এই সিরিজের চতুর্থ ম্যাচে আজ ছেলেদের অ-১৫ দলের মুখোমুখি হয়েছিল বিসিবি নারী লাল দল। যেখানে নিগার সুলতানা জ্যোতির দলকে হেসেখেলে হারিয়েছে অ-১৫ দলের বালকরা।
বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ২০.৪ ওভারে মাত্র ৪৯ রানে অলআউট হয় নারী লাল দল। জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায় অ-১৫ বালক দল। বাকি ছিল আরও ২২৯ বল।
রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৪৪ রান যোগ করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেন বালক দলের দুই ওপেনার ইরফান এবং ওম। ব্যক্তিগত ১৬ রানে ওম ফেরার পর শূন্য রানে সাজঘরে ফেরেন ফাহিম। তবে আলিফকে সঙ্গে নিয়ে বাকি পথ হেসেখেলে পাড়ি দেন ইরফান। আলিফ ২ ও ইরফান ২৯ রানে অপরাজিত ছিলেন।
এর আগে আজ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিসিবি নারী লাল দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথম ওভারেই ৪ রানে আউট হন ইশমা তানজিম। দ্বিতীয় উইকেটে ২৭ রানের জুটি গড়েন শারমিন সুলতানা ও সুমাইয়া আক্তার। অমিত কুমারের বলে শারমিন বোল্ড হওয়ার পর আসা-যাওয়ার মিছিলে যোগ দেন লাল দলের ব্যাটাররা।
নারী দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেছেন শারমিন সুলতানা। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৮ রান করেন তিনে নামা সুমাইয়া। শারমিন ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। অধিনায়ক জ্যোতি ১৪ বল খেলে ১ রান করেন। শেষ চার রান যোগ করতেই লাল দল ৫ উইকেট হারায়। এর আগে এক উইকেটে ৩১ রান থেকে চার উইকেটে ৩ রানে পরিণত হয়েছিলেন জ্যোতিরা।
অ-১৫ দলের হয়ে বল হাতে আলো ছড়িয়েছেন সুলাইমান ইসলাম ও আলিমুল ইসলাম আদিব। দুজনেই সমান তিনটি করে উইকেট নিয়েছেন। এছাড়া অমিত দুটি ও মাহিন হোসাইন আলিফ একটি উইকেট নেন। চলমান সিরিজে মুখোমুখি প্রথম দেখাতেও বড় ব্যবধানে জিতেছিল অ-১৫ দল।