পর্যটন ও বাণিজ্যিক খাতে অবদান রাখায় মালদ্বীপে ‘সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫’ পেয়েছেন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৮ দেশের ২৪ জন, এর মধ্যে পাঁচজনই বাংলাদেশি। পুরস্কার পাওয়া অন্য বাংলাদেশিরা হলেন- মো. তকিব হোসেন, ইমরুল কাওসার ইমন, তামান্না সুলতানা ও মো. আনোয়ারুজ্জামান আজাদ।শনিবার (১৭ মে) মালেতে ভিলা ইন্টারন্যাশনাল কলেজ অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও দেশটির অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য বিষয়ক মন্ত্রাণালয়ের মন্ত্রী হারিস মোহামেদ।ব্যতিক্রমী ভিডিও কনটেন্ট তৈরির স্বীকৃতি স্বরূপ মালদ্বীপের রাজধানী মালেতে সেরা কনটেন্ট ক্রিয়েটর ২০২৫ সম্মাননা অর্জন করেছেন ইমরুল কাউসার ইমন।কামরুল ইসলাম দীর্ঘ ২৭ বছর এভিশন খাতে যুক্ত আছেন। তিনি এর আগে জিএমজি এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারওয়েজসহ আরো কয়েকটি প্রতিষ্ঠানে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিভিন্ন সেক্টরে কাজের স্বীকৃতি হিসেবে এ পুরস্কারে ভূষিত হয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।এভিয়েশন খাতে অবদানের জন্য তাকে এই সম্মাননা দেওয়া হয়।পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মালদ্বীপের ফিটনেস অ্যান্ড রিক্রিয়েশন মন্ত্রাণালয়ের ডেপুটি মিনিস্টার হোসাইন নিহাদ, ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রাণালয়ের ডিপুটি মিনিস্টার আবদুল জলিল ইসমাইল, এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. গোলাম ফারুক মাজনু, মালেতে অবস্থানরত বাংলাদেশ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দেশের অতিথিসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।