অংগ্যজাই মারমার অভিযোগের ভিত্তিতে ১৭ এপ্রিল মিরপুর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়।মামলাটি রুজু হওয়ার পর ডিবি পুলিশ ছায়া তদন্ত শুরু করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত করা হয়। আজ সোমবার বিকালে শাহাবাগ এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ রুবেল ওরফে নাট্টু রুবেলকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার রুবেল একজন পেশাদার ছিনতাইকারী। রেকর্ডপত্র পর্যালোচানায় জানা যায়, তার বিরুদ্ধে মিরপুর মডেল থানাসহ ডিএমপির বিভিন্ন থানায় ছিনতাই, চুরি ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। রুবেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ছিনতাইয়ে জড়িত অপর একজনকে গ্রেপ্তারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।