আজ বুধবার (৯ এপ্রিল) রাত আড়াইটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মোহাম্মদ হায়াতুন্নবী জানান, খবর পেয়ে মিরসরাই ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।তিনি আরো জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে জাহাঙ্গীরের ওয়ার্কশপ, একটি আইচ ফ্যাক্টরি ও বসতঘর পুড়ে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।