২০২৫-২৬ করবর্ষ থেকে সকল করদাতার জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ইতিমধ্যেই রিটার্ন দাখিল প্রক্রিয়া শুরু হয়েছে। তবে অনেকেই জানতে চাইছেন, মোবাইল ফোনে কি ই-রিটার্ন তৈরি করা যাবে? কিংবা তৈরি করে সাবমিট করা যাবে?জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ই-রিটার্ন সিস্টেমকে সহজ ও ইউজার ফ্রেন্ডলি করার জন্য অনেক ফিচার দেওয়া আছে যার অনেকগুলো মোবাইল ডিভাইসে পাওয়া যাবে না। তাই ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে এই সিস্টেম ব্যবহার করতে হবে।