যশোরে মোবাইল ফোন কিনে দেওয়ার প্রলোভনে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। খবর পেয়ে শিশুটিকে হেফাজতে নিয়েছে পুলিশ। অভিযুক্তকে ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন।যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নে এ ঘটনা ঘটে।অভিযুক্ত ওই এলাকায় পিয়ার আলীর ছেলে আব্দুর রহমান পেশায় রাজমিস্ত্রি। শিশুটির অভিযোগ, মা ভিক্ষা করতে বাইরে গেলে তাদের ঘরে কয়েকদিন ধরে আব্দুর রহমান যাতায়াত করতে থাকে। পরে মোবাইল ফোন কিনে দেওয়ার কথা বলে আব্দুর রহমান তাকে কয়েকদিন ধর্ষণ করে। গত ১৫ মার্চ সন্ধ্যায় তাকে পাশের একটি বন্ধ দোকানের সামনে ডেকে নিয়ে ফের ধর্ষণ করে আব্দুর রহমান।পরদিন বিষয়টি মাকে জানায় সে।ভুক্তভোগীর মা বলেন, মেয়ে তাকে পুরো ঘটনা জানালে তিনি স্থানীয় কয়েকজনকে বিষয়টি জানান। পরে মঙ্গলবার দুপুরে আব্দুর রহমানের স্ত্রী তাদের ঘরে এসে হুমকি দিয়ে বলেন, স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করলে তাদের এলাকা ছাড়তে হবে।কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল হোসেন বলেন, ‘মেয়েটির সঙ্গে কথা বলেছি।পরিবারটি এখনও লিখিত অভিযোগ দেয়নি। অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।’
এ ক্যাটাগরির আরো নিউজ..