আবাহনীর সঙ্গে গোলশূন্য ড্রয়ে লিগে শীর্ষে থাকল মোহামেডান। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করলেও ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে আলফাজ আহমেদের দল। ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মারুফুল হকের আবাহনী।ম্যাচের প্রথমার্ধে খুব বেশি আক্রমণ না হলেও অষ্টম মিনিটে সুমন রেজার হেডটি পোষ্ট ঘেঁষে বাইরে চলে যায়।৩৯তম মিনিটে সুযোগ পেলেও বলের নিয়ন্ত্রণ হারিয়ে গোল মিস করেন মোহামেডানের আরিফ হাসান।এর পরই মোহামেডান বড় ধাক্কা খায়। সুমন রেজাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন মাহবুব আলম। গ্যালারিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে, ছোড়া হয় ফ্লেয়ার ও অন্যান্য বস্তু, যার কারণে খেলা বন্ধ থাকে পাঁচ মিনিট।