যুক্তরাষ্ট্র ইসরায়েল-ইরান সংঘাতে প্রবেশ করলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর হামলা চালাবে শিয়া মিলিশিয়ারা। স্থানীয় সময় বৃহস্পতিবার ইরান-সমর্থিত ইরাকের শক্তিশালী শিয়া মিলিশিয়ারা এই হুঁশিয়ারি দিয়েছে।
এক বিবৃতিতে কাতায়েব হিজবুল্লাহর নিরাপত্তা প্রধান আবু আলী আল-আস্কারি বলেন, ‘আমরা আবারও স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, যদি যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়ায়, তবে উন্মাদ (মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড) ট্রাম্প তার স্বপ্নে দেখা ট্রিলিয়ন ডলার এ অঞ্চল থেকে আদায় করার আশাও হারাবেন। এর জন্য আমাদের অপারেশনাল পরিকল্পনা প্রস্তুত রয়েছে।তিনি আরো বলেন, ‘নিঃসন্দেহে গোটা অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো শিকারির লক্ষ্যবস্তুতে পরিণত হবে।’ আল-আস্কারি হুমকি দেন, পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী হরমুজ প্রণালী এবং দক্ষিণ থেকে লোহিত সাগরে প্রবেশের একমাত্র পথ বাব-আল-মানদেব প্রণালী বন্ধ করে দেওয়া হবে। তিনি বলেন, ‘লোহিত সাগরের তীরবর্তী তেলবন্দরগুলো বন্ধ হয়ে যাবে—এ ছাড়া আকাশে মার্কিন বিমানের জন্য আরো অপ্রত্যাশিত চমক অপেক্ষা করছে।’২০২৪ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র জানায়, কাতায়েব হিজবুল্লাহ সম্ভবত একটি ড্রোন হামলা চালিয়ে জর্দানের সিরিয়া সীমান্তবর্তী টাওয়ার ২২ নামক একটি মার্কিন সামরিক চৌকিতে তিনজন মার্কিন সেনাকে হত্যা ও ৩০ জনের বেশি সেনাকে আহত করেছে।‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ নামের একটি ছাতার নিচে থাকা একাধিক ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী জানায়, তারা জর্দান-সিরিয়া সীমান্ত বরাবর বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার মধ্যে আল-রুকবান শরণার্থী শিবিরও ছিল—যেটি টাওয়ার ২২ এর কাছাকাছি।এদিকে ট্রাম্প বলেছেন, ইরানে হামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য তিনি দুই সপ্তাহ সময় দেবেন।