মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।আহত একজনকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার আঘাত গুরুতর হলেও প্রাণঘাতী নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এখনো পর্যন্ত কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেয়নি পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে।ঘটনার পরপরই মহাসড়কের আই-৪৮৫ আউটার রিং পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার বিস্তারিত জানতে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।