কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘আন্দোলন’ করার জন্য গত মাসে ৩২৭ জন বিদেশি শিক্ষার্থীর এফ-১ ভিসা বাতিল করছে যুক্তরাষ্ট্র। এদের মধ্যে ৫০ শতাংশই ভারতীয় শিক্ষার্থী বলে জানিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। খবর এনডিটিভির।আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন’-এর প্রেস বিজ্ঞপ্তি এক্স হ্যান্ডলে পোস্ট করে রমেশ লিখেছেন, ‘ভিসা বাতিলের কারণগুলো অস্পষ্ট এবং অস্বচ্ছ।