ময়মনসিংহ নগরের টাউন হল এলাকায় জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান বেগম রওশন এরশাদের পৈতৃক বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখা।শনিবার (১৭ মে) নিজেদের ফেসবুক পেজে সংগঠনের আহ্বায়ক মো. অলি উল্লাহ ও সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, গত ১৫ মে ‘সুন্দর মহলে’ যে ভাঙচুর চালানো হয়েছে, তা সংগঠনের কর্মসূচি ছিল না এবং মহানগর শাখার দায়িত্বশীল নেতারা এ বিষয়ে অবগত ছিলেন না।
বলা হয়, সংগঠনের নাম ব্যবহার করে একটি পক্ষ ওই বাড়িতে হামলা চালিয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সামাজিক সহাবস্থান ও সম্প্রীতির পক্ষে এবং ব্যক্তিগত সম্পত্তিতে হামলার মতো অপরাজনীতিতে বিশ্বাস করে না।বিবৃতিতে দাবি করা হয়, স্বার্থান্বেষী একটি মহল সংগঠনের নাম ব্যবহার করে এই ঘটনা ঘটিয়েছে। যদি কেউ রাষ্ট্র বা সমাজবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। তবে কেউ যেন অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়েও প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানানো হয় বিবৃতিতে।প্রতিবাদ জানানোর পাশাপাশি সংগঠনটির মহানগর শাখার জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ওয়ালিদ আহমেদকে (অলি) শোকজ করা হয়েছে শুক্রবার।নোটিশে বলা হয়, ওয়ালিদ সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও স্বেচ্ছাচারিতায় লিপ্ত হয়েছেন, যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তাকে ৩ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।এর আগে, গত ১৫ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা রওশন এরশাদের পৈতৃক বাড়ির নির্মাণাধীন ভবনসহ পুরোনো বাড়ির বিভিন্ন কক্ষ ও আসবাবপত্রে ভাঙচুর চালায়। মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব ওয়ালিদ আহমেদের নেতৃত্বে একটি দল সেখানে গিয়ে নির্মাণাধীন স্থাপনা এবং পুরোনো ভবনের আসবাবপত্র ভাঙচুর করে।ওয়ালিদ আহমেদ বলেন, দালাল মহলকে বাণিজ্যিক ভবনে রূপান্তরের চেষ্টা বন্ধ করতে বারবার প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে। কাজ বন্ধ না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে।