রাঙ্গুনিয়া উপজেলা আ. লীগের সাবেক যুগ্ম সম্পাদক গ্রেপ্তার
লিডার্স রিপোর্ট
/ ২৮
ভিউ:
হালনাগাদ:
সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
শেয়ার করুন:
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এবং রাঙ্গুনিয়া উপজেলাধীন ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টনকে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ।আজ সোমবার (৭ এপ্রিল) রাত ১টার দিকে পাঁচলাইশ মডেল থানাধীন ২ নম্বর গেট ইয়াকুব সেন্টারের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে বলেন দেশব্যাপী চলমান ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এবং রাঙ্গুনিয়া উপজেলাধীন ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে।