টানা কয়েক দিনের ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে ওঠা জনজীবনে স্বস্তি মিলেছে। ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় গরম কিছুটা কম অনুভূত হচ্ছে। তবে কিছুটা বিপাকে পড়তে হচ্ছে অফিসগামীদের। দুপুর পর্যন্ত এমন বৃষ্টি ঝরবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।