রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ সোমবার দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
একনজরে আজকের কালের কণ্ঠ (২১ এপ্রিল) এতে আরো বলা হয়েছে, এ সময় আকাশ আংশিক মেঘলা হতে সাময়িক মেঘলা থাকতে পারে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার, যা বৃদ্ধি পেয়ে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।