কুমিল্লার লাকসামে গত দুইদিনে অভিযান চালিয়ে আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী । আটককৃতরা হলেন-উপজেলার উত্তরদা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খুশরু, লাকসাম (পূর্ব) ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. আব্দুল কাদের, লাকসাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব গুনতি গ্রামের রাকিব এবং লাকসাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. বাহার উদ্দিন বাহার।
লাকসাম থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯ টার দিকে লাকসাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. বাহার উদ্দিন বাহারকে পৌরশহরের উত্তর লাকসাম চাঁদপুর রেলগেইট এলাকায় অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করা হয়। এছাড়া অন্যান্যদের আগেরদিন বিভিন্ন এলাকা থেকে আটক করেন আইনশৃঙ্খলা বাহিনী।লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা এবং তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতদের কুমিল্লার সদর দক্ষিণ থানার বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।