এদিকে গতরাতে জেলার হাতীবান্ধা উপজেলার মধ্য ধুবনী গ্রামে তিস্তার পানির তোড়ে একটি কাঁচারাস্তা ভেঙে ফসলি জমি ডুবে গেছে, বিচ্ছিন্ন রয়েছে ওই এলাকার যোগাযোগ।অপরদিকে নদীর পানি বেড়ে জেলার বিভিন্ন এলাকার রোপা আমন ক্ষেত ডুবে গেছে। আদিতমারীর মহিষখোচাসহ কয়েকটি এলাকায় পানিবন্দি হয়ে পড়েছেন হাজার খানেক পরিবার।লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানান, প্রশাসন সার্বক্ষণিক খোঁজ নিচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে।