জানিয়েছেন পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন হয়েই ফিরতে চান বাংলাদেশের এই স্পিনার। বলেছেন, ‘যাচ্ছি, ভালো করার চেষ্টা করব। টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন হয়ে আসার চেষ্টা করব। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলের সর্বশেষ আসরে রিশাদ খেলেছেন ফরচুন বরিশালে। বরিশালের শিরোপা জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন এই স্পিনার। এর আগে কানাডার গ্লোবাল সুপার লিগ ও বিগ ব্যাশে সুযোগ পেয়েও খেলা হয়নি রিশাদের। তাই পিএসএলে খেলার সুযোগ পেয়ে পুরোপুরি কাজে লাগাতে চান তিনি। ‘এটা আমার জন্য সুযোগ।আমার ভবিষ্যতের জন্য ভালো। বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো। চেষ্টা করব এখান থেকে যতটুকু পারা যায় নেওয়ার।’এবার পিএসএল খেলতে রিশাদের সঙ্গে ছাড়পত্র পেয়েছেন লিটন দাস ও নাহিদ রানাও। লিটন খেলবেন করাচি কিংসের হয়ে ও নাহিদ পেশোয়ার জালমিতে।