শাকিব খানের আগামী বছরের ঈদুল ফিতরে সিনেমা কালা জাহাঙ্গীরের জীবনী নির্ভর বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। তবে বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেন ছবির প্রযোজক শিরিন সুলতানা ও পরিচালক আবু হায়াত মাহমুদ। এক বিবৃতিতে তারা জানান, আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি-সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নির্ভর নয়।
চলতি মাসের শুরুতে ক্রিয়েটিভ ল্যান্ডের প্রযোজনায় নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান।এরপর থেকে গুজব রটে এটি নব্বই দশকের ঢাকার শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের জীবনী নির্ভর ছবি! এটি পুরোপুরি ভিত্তিহীন বলে জানান নির্মাতা ও প্রযোজক।বুধবার দেয়া এক লিখিত বিবৃতিতে পরিচালক ও প্রযোজক জানান, শাকিব খানকে নিয়ে আমরা যে সিনেমাটি করতে যাচ্ছি, সেটি নিয়ে কিছু ভুল তথ্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়া-তে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বলা হচ্ছে, আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি সেটা কালা জাহাঙ্গীর নামক ব্যক্তির জীবনী নির্ভর, এই তথ্যটি একেবারে সঠিক নয়। আমাদের প্রোডাকশন হাউজ ”ক্রিয়েটিভ ল্যান্ড” এবং পরিচালক আবু হায়াত মাহমুদের পক্ষ থেকে এই ধরণের কোনো মন্তব্য কোথাও দেয়া হয়নি।পরিষ্কারভাবে জানাচ্ছি, আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি-সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নির্ভর নয়। গুলিস্তান টু গুলশান সব ধরনের দর্শকের উপভোগের কথা মাথায় রেখে আমরা লার্জার দ্যান লাইফ স্কেলে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। এটি ৯০ দশকের ঢাকাকে কেন্দ্র করে একটি গল্প, যেখানে ক্রাইম, লাভ-অ্যাকশন-ইমোশন, ফ্যামিলি ড্রামা সবকিছুই থাকবে। আমরা অনুরোধ জানাচ্ছি, আমাদের অফিশিয়াল স্টেটমেন্ট ব্যতীত অন্য কোথাও থেকে পাওয়া তথ্যের উপর আপনারা বিশ্বাস করে বিভ্রান্ত হবেন না।পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, পুরোদমে আমাদের সিনেমার প্রি-প্রোডাশনের কাজ চলছে। সিনেমাটি দর্শকনন্দিত ও সার্বিকভাবে সফল করতে দেশ ও দেশের বাইরে আমাদের একাধিক টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে।শাকিব খান চুক্তিবদ্ধ হলেও সিনেমার নাম প্রকাশ হয়নি। পরিচালক বলেন, আসছে আগস্টে আমরা সিনেমার নাম ঘোষণা করবো, বাড়তি চমক হিসেবে আরও কিছুও থাকতে পারে। মেগাস্টার শাকিব খান-কে চুক্তিবদ্ধ করার সময় আমাদের প্রতি আপনারা যে বিশ্বাস রেখেছেন, ভালোবাসা ও সমর্থন দিয়ে এসেছেন, প্রত্যাশা রাখি পুরো জার্নিতে এবং রিলিজের পরেও একইভাবে আপনাদের ভালোবাসা ও সমর্থন পাবো।মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। সিনেমাটিতে শাকিবের সঙ্গে কারা অভিনয় করবেন সেটি এখনও চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ঠরা জানান, নভেম্বরে এর শুটিং শুরু হবে। তার আগে জানানো হবে আর্টিস্টদের নাম।