যে রকম প্রস্তাবের অপেক্ষায় ছিলাম, পাইনি। তা ছাড়া বাণিজ্যিক ছবির জন্যও আমি প্রস্তুত নই। এখন অবশ্য নানা ধরনের ছবি নির্মাণ হচ্ছে, সাড়াও পাচ্ছে। ইচ্ছা আছে ভালো কোনো গল্প পেলে বড় পর্দায় ফেরার।
এখনকার নাটকের নাম, সংলাপ, গল্প কেমন লাগে আপনার?
সন্তুষ্ট নই, বরং কষ্ট পাই। আমাদের সময় ‘সাকিন সারিসুরি’, ‘কবি’, ‘বৈরত’-এর মতো একের পর এক নাটক হয়েছে। দর্শকও পছন্দ করেছে। আর এখন তো কী কী নাম, গল্প-সংলাপ তো আরো সস্তা। নির্মাতা, অভিনেতা ও প্রযোজকদের একটা কথা মনে রাখতে হবে, শিল্পমাধ্যম সমাজকে প্রভাবিত করে। অতএব, সুস্থ সাংস্কৃতির চর্চা করতেই হবে। নইলে সমাজ দিন দিন নষ্টের পথে যাবে।
লেখালেখির কী খবর?
বইমেলার জন্য প্রস্তুতি নিচ্ছি। একটা সুখবর শুনেছেন কি না! গত বই মেলায় আমার ‘বাঘ মানুষ’ এবার আনন্দ আলো সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। মণিপুরি মিথলজির ওপর বইটি পাঠকরাও খুব পছন্দ করেছেন। এবারও মণিপুরি মিথলজির ওপর কিছু একটা লিখব। তবে সেটা উপন্যাস না অন্য কিছু হবে সেটা নিয়েই প্রস্তুতি চলছে। এখন তো অভিনয় নিয়ে আছি, তাই একটু সময় লাগছে। আমি আবার দুটি কাজ একসঙ্গে করতে পারি না।