গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্কুলের শিক্ষক মোতাহার হোসেনের প্রত্যাহারের দাবিতে চন্দ্রা বঙ্গবন্ধু সরকারি স্কুলের শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিল করে।জানা যায়, চন্দ্রা বঙ্গবন্ধু সরকারি স্কুলের গণিত বিভাগের শিক্ষক মোতাহার হোসেনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে। ওই শিক্ষককে প্রত্যাহারের দাবি জানিয়ে স্কুল কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করে শিক্ষার্থীরা।