ফ্লোরিডায় এক রোমাঞ্চকর ম্যাচে জেসন হোল্ডারের অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানকে দুই উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বল হাতে ৪ ওভারে মাত্র ১৯ রানে ৪ উইকেট তুলে নেন হোল্ডার, এরপর ব্যাট হাতে শেষ বলে শাহীন শাহ আফ্রিদিকে বাউন্ডারি মেরে দলকে এনে দেন জয়।
টস জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান ৮ উইকেটে ১৩৩ রান তোলে। শুরুতে চাপে পড়লেও সালমান আঘা ও হাসান নেওয়াজের ৬০ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা।কিন্তু হোল্ডারের দুর্দান্ত স্পেলে শেষ পাঁচ ওভারে মাত্র ২৩ রান যোগ করতে পারে পাকিস্তান।লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের স্পিনার নেওয়াজ, সাইম আয়ুব ও সুফিয়ান মুকিম একে একে তুলে নেন ৬ উইকেট। অধিনায়ক শাই হোপ ধীরগতির ইনিংস খেললেও হোল্ডারের সঙ্গে গুডাকেশ মোতি ও রোমারিও শেফার্ড কিছুটা লড়াই জমিয়ে তোলেন।শেষ ওভারে আট রানের দরকার থাকলেও হোল্ডার শেষ বলে ফাইন লেগ দিয়ে বাউন্ডারি মেরে নিশ্চিত করেন ওয়েস্ট ইন্ডিজের জয়। এই জয়ে দীর্ঘদিনের হতাশা কাটিয়ে আবারও জয়ের পথে ফিরল ওয়েস্ট ইন্ডিজ।