শ্রীলঙ্কার মোস্ট ওয়ান্টেড এক অপরাধীকে ইন্দোনেশিয়ায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে দেশে ফেরত পাঠানো হবে এবং আদালতের ভেতরে প্রতিদ্বন্দ্বীকে গুলি করে হত্যাসহ বিভিন্ন অভিযোগে বিচারের মুখোমুখি হবেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।জননিরাপত্তা মন্ত্রণালয়ের সচিব রবি সেনেভিরাতনে জানিয়েছেন, ইন্দোনেশিয়ার পুলিশ হত্যাকাণ্ড ও সংগঠিত মাদকসংশ্লিষ্ট অপরাধের সঙ্গে জড়িত ছয়জন শ্রীলঙ্কানকে আটক করেছে।তিনি বলেন, ‘বিদেশে এত বড়সংখ্যক সন্দেহভাজনকে গ্রেপ্তার করার ঘটনা এই প্রথম।’এ ছাড়া পুলিশের মহাপরিদর্শক প্রিয়ান্থা উইরাসুরিয়া জানান, ইন্দোনেশিয়ায় যৌথ অভিযানে পাঁচজন পুরুষ ও একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় গোয়েন্দা বাহিনীরও সহযোগিতা ছিল বলে তিনি উল্লেখ করেছেন। এই ছয়জনের বিরুদ্ধেই ইন্টারপোলের রেড নোটিশ জারি ছিল।তবে ইন্দোনেশীয় কর্তৃপক্ষের কাছ থেকে এ ঘটনায় তাৎক্ষণিক কোনো মন্তব্য বা নিশ্চয়তা পাওয়া যায়নি। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মান্ডিনু পদ্মসিরি পেরেরা, যিনি ‘কেলেহেলবাড্দারা পদ্মে’ নামে বেশি পরিচিত। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর আদালতের ভেতরে এক প্রতিদ্বন্দ্বীর হত্যাকাণ্ড সংগঠিত করেছিলেন।পুলিশের তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত ৮০টি গ্যাংসংশ্লিষ্ট গোলাগুলির ঘটনায় ৪২ জন নিহত হয়েছে।উইরাসুরিয়ার মতে, প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতি ও সংগঠিত অপরাধ দমনের অঙ্গীকার করায় গ্যাং নেতারা শ্রীলঙ্কা ছেড়ে পালিয়েছে। তিনি বলেন, ‘অপরাধী গোষ্ঠীগুলো আর আগের মতো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পাচ্ছে না। এ কারণেই তারা এখন বিদেশ থেকে কর্মকাণ্ড চালাচ্ছে।’
এ ক্যাটাগরির আরো নিউজ..