ঢাকা ও এর আশপাশের এলাকায় সন্ধ্যা ৭টার মধ্যে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
সড়কে ঘর নির্মাণ, ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ এতে আরো বলা হয়েছে, এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, যা অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হতে পারে।