সকালে বাজারে গিয়ে দেখা যায়, টমেটো ১৬০ থেকে ১৮০ টাকা, কাঁচামরিচ ১৫০ টাকা, করলা ১০০, ধনেপাতা ৩০০, সিম ৩০০, পটল ৭০, লাল শাক ৬০, পুই শাক ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এমন দাম শুনে ক্রেতাদের দীর্ঘশ্বাস যেন আকাশ ছুঁয়েছে। একসময় সস্তায় পাওয়া পেঁপেও বিক্রি হচ্ছে ৪০ টাকায়, আর শসা ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।দিগু বাবুর বাজারের পাইকারি ব্যবসায়ী আব্দুল মান্নান দাবি করলেন, ‘গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা কমেছে।