অন্তর্বর্তী সরকারের গত এক বছরের সংস্কার ও নীতিগত উদ্যোগ দেশের অর্থনীতিকে বড় ধরনের ধস থেকে রক্ষা করেছে বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটি বলছে, ব্যাংক খাত সংস্কার, রেমিট্যান্স ও রপ্তানি বৃদ্ধির মতো পদক্ষেপ সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল করেছে। তবে উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগে স্থবিরতা ও কর্মসংস্থানের ঘাটতি মোকাবেলায় ধারাবাহিক ও কার্যকর পদক্ষেপ এখনো জরুরি।
রবিবার (১০ আগস্ট) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ‘অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক সিপিডি ডায়ালগে এ কথা বলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘গত এক বছরে সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের উদ্যোগ নিয়েছে, যার মধ্যে ব্যাংক খাত সংস্কার অন্যতম। এর ফলে রেমিট্যান্স ও রপ্তানি বৃদ্ধি পেয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল হয়েছে এবং পতন ঠেকানো গেছে। ফলে বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় থেকে দেশ রক্ষা পেয়েছে, যা সরকারের অন্যতম সাফল্য।