গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শিবিরের প্রদর্শনীতে যুদ্ধাপরাধীদের দায়ে দণ্ডিতদের ছবি সরিয়ে ফেলার পর এবার সে জায়গায় নতুন লেখা বসিয়েছে ইসলামী ছাত্রশিবির।
বুধবার (৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে ছাত্রশিবিরের আয়োজিত ‘৩৬ শে জুলাই, আমরা থামবো না’ টিএসসি ঘুরে দেখা যায় যে জায়গায় যুদ্ধাপরাধীদের দায়ে দণ্ডিত জামায়াত নেতাদের ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ছবি যে দেয়ালে লাগানো ছিল সেখানে সেই বিচারিক হত্যাকাণ্ড দেয়ালে নতুন করে লাগানো হয়েছে দুটি বাক্য। সেগুলো হলো: ‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ’। এছাড়াও শিবির প্রদর্শনীর নতুন দুটি দেয়াল যুক্ত করা হয়েছে।সে দেয়ালে বিএনপি নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামায়াত নেতাদের নিয়ে করা এক মন্তব্য লাগানো হয়েছে। সেই দেয়ালে আরো লাগানো হয়েছে যুদ্ধাপরাধীদের দায়ে দণ্ডিত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে আদালতে জবানবন্দি দিতে এলে গুমের শিকার সুখরঞ্জন বালি ও আরো কয়েকজনের সাক্ষ্যের লেখা। যেখানে তারা উল্লেখ করেছেন জামায়াত নেতাদের নিয়ে তারা চাপে পড়ে ভুয়া সাক্ষ্য দিয়েছেন৷