বঙ্গোপসাগরের গভীরে মাছ ধরার সময় ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন ১০টি ট্রলারের জেলেরা। গত বুধবার গভীর রাতে বরগুনার পাথরঘাটা উপকূল থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বড় বাইজদা এলাকায় এ ঘটনা ঘটে।সশস্ত্র ডাকাতরা অন্তত ১০টি মাছ ধরার ট্রলার ঘিরে জেলেদের ওপর হামলা চালায়। এতে গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক জেলে আহত হন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।মাদকসহ গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি ডাকাতরা মাছ, জাল, মোবাইল ফোন ও নগদ অর্থ লুটে নেয়। এই ঘটনায় উপকূলীয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর কোস্ট গার্ড ও নৌ পুলিশের
যৌথ অভিযানে জলদস্যুদের গ্রেপ্তারে কাজ চালাচ্ছে।জানা গেছে, বুধবার গভীর রাতে পাথরঘাটা থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বড় বাইজদা এলাকায় মাছ শিকার করছিলেন জেলেরা।এ সময় সশস্ত্র জলদস্যুরা তিনটি ট্রলার নিয়ে তাদের ঘিরে ফেলে। জেলেরা বাধা দিলে ডাকাতরা গুলি ছোড়ে।এ ছাড়া পাথরঘাটার সগির কম্পানির মালিকানাধীন এফবি তারেক, এফবি তুফান, নুর মোহাম্মদের মালিকানাধীন এফবি রাজু ও সেলিম চৌধুরীর মালিকানাধীন এফবি মাসহ আরো ৯টি ট্রলারে হামলা করে জলদস্যুরা।