একজন মার্কিন সেনার সাজা সাত মাস কমিয়েছে রাশিয়ার একটি আদালত। গতকাল সোমবার রাশিয়ার সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, গত বছরের জুনে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে প্রেমিকার টাকা চুরি এবং তাকে হত্যার হুমকির দায়ে মার্কিন সেনা সদস্য গর্ডন ব্লাককে রাশিয়ার ভ্লাদিভস্তক আদালত তিন বছর ৯ মাসের কারাদণ্ড দিয়েছিল।গতকাল ওই শহরের একটি আপিল কোর্ট রায় দিয়েছেন, গর্ডনের কারাদণ্ড সাত মাস কমিয়ে তিন বছর দুই মাস করা হয়েছে। তার আইনজীবীর আবেদনের ভিত্তিতে শুনানির পর কারাদণ্ড কমানো হলো।গর্ডনের আইনজীবী আদালতকে অনুরোধ করেছিলেন, হত্যার হুমকির জন্য তার মক্কেলের দোষী সাব্যস্ত হওয়া বাতিল এবং চুরির বিষয়টি যেন কম গুরুতর হিসেবে পুনর্বিবেচনা করা হয়। ২০২৪ সালের মে মাসে আটক হয়েছিলেন গর্ডন। দক্ষিণ কোরিয়ায় কর্মরত অবস্থায় একজন রুশ নারীর সঙ্গে দেখা করেছিলেন এবং ঘুরে বেড়িয়েছিলেন তিনি।ওই নারীর অভিযোগের ভিত্তিতেই গর্ডনকে গ্রেপ্তার করা হয়।গর্ডনের বয়স ৩৪ বছর। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে স্টাফ সার্জেন্ট পদে দক্ষিণ কোরিয়ায় কর্মরত ছিলেন তিনি। তবে স্ত্রী-সন্তান থাকে যুক্তরাষ্ট্রে।গর্ডনের রুশ বান্ধবীও দক্ষিণ কোরিয়ায় কর্মরত ছিলেন। তবে কলহের জেরে তিনি নিজ দেশ রাশিয়ায় ফিরে যান। তারপর তার সঙ্গে দেখা করতে দক্ষিণ কোরিয়া থেকে চীন হয়ে রাশিয়ায় যান গর্ডন।তবে ২ মে রাশিয়ার ভ্লাদিভোস্তক শহরে তাকে গ্রেপ্তার করে রুশ পুলিশ। মার্কিন সেনাবাহিনীর অনুমতি না নিয়েই তিনি রাশিয়ায় যান।এ ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে মস্কো। পরে মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে তার পরিবারকে বিষয়টি জানানো হয়।এদিকে ওই রুশ নারী অভিযোগ করেছিলেন, গর্ডন তার কাছ থেকে ১০ হাজার রুবল চুরি করেছেন এবং শারীরিকভাবে আঘাতের পাশাপাশি হত্যার হুমকি দিয়েছেন। চুরির দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন গর্ডন।
এ ক্যাটাগরির আরো নিউজ..