গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কের দুই কর্মকর্তাসহ তিনজনকে বদলি করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) শারমীন আক্তার এ তথ্য জানান। কালের কণ্ঠকে তিনি জানিয়েছেন, এরই মধ্যে তিনজনকে বদলি করা হয়েছে। তারা হলেন- সাফারি পার্কের বন্যপ্রাণী তত্ত্বাবধায়ক আনিছুর রহমান, বন বিট কর্মকর্তা হারুন-অর রশিদ ও জুনিয়র বন্যপ্রাণী স্কাউট মামুন।বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ওই কর্মকর্তা বলেন, ‘এটা বন বিভাগের নিয়মিত বদলির অংশ। এ ছাড়া একজন আউটসোর্সিং কর্মচারীকেও
সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে।গত ২৩ মার্চ সাফারি পার্কটির লাম চিতা-১ বেষ্টনীর জাল কেটে একসঙ্গে আফ্রিকান তিনটি লেমুর চুরি হয়। চুরির ঘটনাটি গণমাধ্যমে ফলাওয়ের পর আজ দুপুরে সাফারি পার্কটি পরিদর্শন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।এরপর আজ রাতে বদলির ওই চিঠি পান দুই কর্মকর্তাসহ তিনজন। তবে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) শারমীন আক্তার কালের কণ্ঠকে বলেন, ‘ওই তিনজনকে মঙ্গলবার বদলি করা হয়েছে।