বান্দরবান পার্বত্য জেলার সাবেক সংসদ সদস্য বীর বাহাদুর উ শৈ শিং এবং তার স্ত্রী মে হ্লা প্রুর বিরুদ্ধে দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। ১২ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ৫৩৮ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করার অভিযোগে আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) কক্সবাজার দুদক কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়।কক্সবাজার দুদক অফিসের উপপরিচালক (ডিডি) রাশেদুল রেজা চৌধুরী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার বিবরণ অনুযায়ী, বীর বাহাদুর উ শৈ শিং ১৩টি ব্যাংক হিসাবে ৫৮ কোটি ৪০ লাখ ৮৩ হাজার ৫০৭ টাকা লেনদেন করেছেন।
দুদকের অনুসন্ধানে সাবেক এমপি বীর বাহাদুরের স্থাবর সম্পদ পাওয়া গেছে ১৩ কোটি ৮২ লাখ ২৩ হাজার ৬০০ টাকা ও অস্থাবর সম্পদ পাওয়া গেছে ১১ কোটি ২২ লাখ ৪১ হাজার ৬৪৬ টাকার।বীর বাহাদুর ২০১১-২০১২ করবর্ষ থেকে আয়কর হিসাবের দেওয়া তথ্যে এসব সম্পদের বিবরণ উল্লেখ করলেও তার অর্জিত আয়ের ১২ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ৫৩৮ টাকার উৎস দেখাতে পারেননি তিনি। এ কারণে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি করা হয়েছে। দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক
নারগিস সুলতানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অপরদিকে, দুদক প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. নিজাম উদ্দিন বাদী হয়ে সাবেক এমপি বীর বাহাদুর ও তার স্ত্রী মে হ্লা প্রুকে আসামি করে একই অভিযোগে অপর একটি মামলা দায়ের করেছেন। মামলায় স্বামী-স্ত্রীর বিরুদ্ধে তিন কোটি ৩৫ লাখ ৯৪ হাজার ৭৪ টাকা জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ আয়ের টাকা পরস্পরের যোগসাজশে গোপন করার অভিযোগ আনা হয়েছে। মামলার বিবরণে বলা হয়েছে, বীর বাহাদুরের স্ত্রী ছয়টি ব্যাংক হিসাবে ১৫ কোটি ৫৮ লাখ ৮১ হাজার ১৮৪ টাকা লেনদেন করেছেন। সাবেক এমপি বীর বাহাদুরের অবৈধ উপায়ের আয় গোপন করার লক্ষ্যে পরস্পরের যোগসাজশে স্ত্রীর ব্যাংক হিসাবে টাকা লেনদেন করা হয়েছে। অথচ আয়কর হিসাবে এসব বৈধ আয়ের কোনো প্রমাণ দেখানো নেই। এ কারণে মানিলন্ডারিং আইন ও বাংলাদেশ দণ্ডবিধি আইনে স্বামী-স্ত্রী দুজনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয় বলে বাদী জানান।
এ ক্যাটাগরির আরো নিউজ..