অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বৃহস্পতিবার। আবহাওয়া অধিদপ্তর বলছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। রাতের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রা কমতে পারে আগামী শুক্রবারও।আবহাওয়াবিদরা বলছেন, আগামী শনি বা রবিবার থেকে সারা দেশে আবার ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে। এতে গরমের অনুভূতিও বাড়তে পারে।সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার আসামি গ্রেপ্তার এর আগে মার্চের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, চলতি মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এ মাসে বৃষ্টিও থাকতে পারে স্বাভাবিকের চেয়ে কম।