নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বেকয়া বেতনের দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এএসটি গার্মেন্টসের শ্রমিকরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুয়েত প্লাজার সামনে গার্মেন্টস শ্রমিকরা এই বিক্ষোভ করে। এ সময় প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, এএসটি গার্মেন্টসের মালিক পক্ষ তাদের বেতন বোনাস দেওয়ার আশ্বাস দিয়ে ঈদের আগেই ছুটি দিয়ে দেন। ঈদের পর ছুটি শেষ হলে শ্রমিকরা কাজের উদ্দেশ্যে এসে গার্মেন্টস বন্ধ পায়। শ্রমিকরা জানায়, মালিক পক্ষ কৌশলে তাদের ছুটি দিয়ে রাতের অন্ধকারে সকল মালামাল নিয়ে পালিয়ে গেছে। এখানে প্রায় ২৫০ জন শ্রমিক কাজ করতেন বলে জানা গেছে। গত ৩-৪ মাসের বকেয়া বেতনের দাবি নিয়ে তারা আজ মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন।