জানা গেছে, শনিবার সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারি পরিদর্শনে যান দুই উপদেষ্টা। তারা সেখানে পিয়াইন নদী ঘুরে দেখেন।পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।এ সময় তারা গণমাধ্যমকে বলেন, ‘সিলেটের জাফলংসহ ৫টি পাথর কোয়ারি আর ইজারা দিবে না সরকার। শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’ দুই উপদেষ্টা বলেন, ‘লুটপাট বন্ধে স্থানীয় প্রশাসনকে আরো কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় তারা খুব দ্রুত সময়ের মধ্যে অবৈধ সকল পাথর ভাঙ্গার মিল সরিয়ে ফেলার নির্দেশনা দেন।এ ঘোষণার পর ফেরার পথে জাফলংয়ের বল্লাঘাট এলাকায় তাদের গাড়ি আটকে দেয় স্থানীয় পাথর শ্রমিকসহ সংশ্লিষ্টরা। তারা গাড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। পরে প্রায় ১০ মিনিট চেষ্টা চালিয়ে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে সক্ষম হয়।