‘সুপারগার্ল’ টিজার ট্রেলার প্রকাশ, বড় পর্দায় আসছে ২০২৬ সালে
Asad zaman
/ ১২
ভিউ:
হালনাগাদ:
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
শেয়ার করুন:
ডিসি কমিক্সের সিনেমা ‘সুপারগার্ল’-এর প্রথম টিজার ট্রেলার বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রকাশ করা হয়েছে। সিনেমাটি ২০২৬ সালের ২৬ জুন মুক্তি পাবে। মিলি অ্যালকক সুপারগার্ল বা কারা জোর-এলের চরিত্রে অভিনয় করেছেন।
চিত্রনাট্য অনুযায়ী, এক শক্তিশালী শত্রুর আক্রমণ প্রতিরোধে সুপারগার্ল প্রতিশোধ ও ন্যায়বিচারের জন্য লড়াই শুরু করে।ছবিতে অ্যালককের সঙ্গে অভিনয় করেছেন ম্যাথিয়াস শোয়েনার্টস, ইভ রিডলি, ডেভিড ক্রুমহোল্টজ, এমিলি বিচাম ও জেসন মোমোয়া। মোমোয়া এর আগে ‘জাস্টিস লীগ’ ও ‘অ্যাকুয়াম্যান’ ছবিতে অভিনয় করেছেন।ছবির পরিচালক ক্রেগ গিলেস্পি। প্রযোজক পিটার সাফরান ও জেমস গান।সুপারগার্ল ডিসি কমিক্সের ১০ বছরের বড় পরিকল্পনার দ্বিতীয় সিনেমা। একই বছরের মধ্যে ‘ক্লেফেস’ মুক্তি পাবে। ‘ম্যান অফ টুমরো’ ২০২৭ সালের জুলাইয়ে, আর ‘দ্য ব্যাটম্যান পার্ট (২)’ ২০২৭ সালের অক্টোবর মাসে মুক্তি পাবে।
অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, সুপারম্যান জুলাইয়ে দুই সপ্তাহে ৪০৬.৮ মিলিয়ন ডলার আয় করেছে।৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট আয় ৬১১ মিলিয়ন ডলার।