এটিএন বাংলার পরিচালক বার্তা ও ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের পিতা আলহাজ্ব মকবুল আহমেদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, আলহাজ্ব মকবুল আহমেদ চৌধুরী এর মৃত্যুতে তার পরিবার—পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি। ধার্মিক ও পরোপকারী ব্যক্তি হিসেবে তিনি নিকটজনদের নিকট শ্রদ্ধাভাজন ছিলেন। তিনি ছিলেন সৎ ও সজ্জন ব্যক্তি।দোয়া করি— মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসীব এবং শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।প্রসঙ্গত, গত সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে আলহাজ্ব মকবুল আহমেদ চৌধুরী মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক মেয়ে, পুত্রবধূ, নাতি—নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।আগামীকাল (৬ সেপ্টেম্বর) বাদ যোহর মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে। কুলখানি উপলক্ষে মোহাম্মদপুরের শেরশাহসুরি রোডস্থ বাইতুল ফালাহ ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা, সলিমুল্লাহ রোডস্থ জামি’আ ইসলামিয়া ওয়াহিদিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং মরহুমের প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর রামগঞ্জের পানপাড়া ফাতেমা (রাঃ) মহিলা দাখিল মাদ্রাসায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
এ ক্যাটাগরির আরো নিউজ..