ঢাকা জেলা পুলিশ সুপারের পরিচয়ে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে তিনজন প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) পুলিশ। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ১২টি মোবাইল ফোন ও পাঁচটি ভিজিটিং কার্ড জব্দ করা হয়।বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, ‘গ্রেপ্তার আসামিরা ঢাকা জেলার পুলিশ সুপারের পোশাক পরিহিত ছবি হোয়াটসঅ্যাপে ব্যবহার করে সাধারণ মানুষের কাছে চাঁদা দাবি করত।এমন অভিযোগের ভিত্তিতে ২৭ আগস্ট সকালে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ)-এর ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে একটি গোয়েন্দা দল তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজশাহীর বাঘা থানার আশরাফপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইমন আলী, নাহিদুল ইসলাম ও তানজির ওরফে তানজু নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।’মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা হয়েছে। এদের মধ্যে ইমন আলীর নামে পূর্বে আইসিটি অ্যাক্টে ৩টি মামলা রয়েছে।গ্রেপ্তারদের রিমান্ডের আবেদন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।’
এ ক্যাটাগরির আরো নিউজ..