তাই ২৩ জুলাইয়ে ‘রেমিট্যান্স যোদ্ধা’ দিবস পালনের নির্দেশ দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়েছে, ২৩ জুলাই রেমিট্যান্স যোদ্ধা দিবস যথাযথভাবে পালন উপলক্ষে জেলা প্রশাসকের পরামর্শক্রমে আইএমটি, টিটিসি এবং ডিইএমওসমূহ নিজেদের মধ্যে সমন্বয় করে কর্মসূচি বাস্তবায়ন করবে। রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপনের বাস্তবায়ন প্রতিবেদন আগামী ২৭ জুলাইয়ের মধ্যে পরিচালক (প্রশিক্ষণ পরিচালনা) বরাবর পাঠানোর জন্য বলা হয়েছে।